বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী
কোন কোন জেলা সকল জেলা
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশ
পদের নাম অফিসার ক্যাডেট এবং কমিশন্ড অফিসার, অসামরিক প্রশিক্ষক
পদ সংখ্যা ০৯ টি
নিয়োগ সংখ্যা ৮১ জন
প্রার্থীর বয়স ১৮-৩০ বছর
হেলপলাইন ০১৭৬৯৭২৪৫৯০
ই-মেইল joinnavy@unlocklive.com
আবেদনের মধ্যম ডাকযোগে
আবেদনের শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২২
সব সরকারী চাকরীর বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন (সরকারী চাকরী)
(বাংলাদেশ রেলওয়ে নিয়োগ) (পেট্রোবাংলার নিয়োগ) (রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে চাকরি)
(ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরী) (৫৭৫ পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ)
সেনাবাহিনীতে চাকরি (অসামরিক ৪৫৯ জন)
নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার: নৌসদস্যদের অবকাশযাপনের নিমিত্তে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত কক্সবাজার জেলায় অবস্থিত ‘স্বপ্নীল সিন্ধ’ এর জন্য নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়ােগের নিমিত্তে সার্কুলারে দেওয়া শর্তাদি পূরণের মাধ্যমে স্থায়ী বাংলাদেশী নাগরিকগনের কাছ থেকে ডাকযোগে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সব বেসরকারী চাকরীর বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন (বেসরকারী চাকরী)
(অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ) (বাংলালিংকে চাকরি) (আড়ংয়ে অফিসার পদে চাকরি)
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী: আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২২ ইং। জমাদানের স্থান: ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী ফরওয়ার্ড বেজ কক্সবাজার, লাবণী পয়েন্ট, কক্সবাজার ।
প্রয়ােজনীয় কাগজপত্র: ও (i) স্বহস্তে লিখিত আবেদন পত্র। (ii) শিক্ষাগত যােগ্যতার সনদের সত্যায়িত কপি। (iii) অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। (iv) দুই কপি পাসপাের্ট সাইজের ছবি (স্ক্যান কপি- ইমেইলে প্রেরণের ক্ষেত্রে)। (v) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। (vi) জীবন বৃত্তান্ত। (vii) ই-মেইলে আবেদন করা যাবে (shopnilshindumd@gmail.com)